আন্তর্জাতিক

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনা কর্মকর্তার মৃত্যু

ভিয়েতনামে ভূমিধসে ১৪ সেনা কমকর্তা ও সদস্যের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও আট সেনা সদস্য। রোববার ভোররাতে দেশটির মধ্যাঞ্চলীয় প্রদেশ কোয়াং ট্রিতে এ ঘটনা ঘটেছে।

অক্টোবরের শুরু থেকে দেশটিতে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ৭০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আগামী কয়েক দিন দেশটিতে ভারী বৃষ্টিপাত হতে পারে।

এক বিবৃতিতে ভিয়েতনাম সরকার জানিয়েছে, কোয়াং ট্রি প্রদেশের হুঅং হোয়া জেলায় রোববার প্রথম প্রহরের পর চতুর্থ সামরিক অঞ্চলের একটি ব্যারাকে ভূমিধসের ঘটনা ঘটে।

ক্ষমতাসীন পিপলস কমিটির প্রাদেশিক ভাইস চেয়ারম্যান হা সে ডং জানিয়েছেন, আগের দিন কপ হেলমেট এলাকায় ভূমিধস হয়েছিল। স্থানীয়দের সহযোগিতার জন্য সেখানে ২৭ সেনা সদস্য সেখানে গিয়েছিলেন। রাত ১টা ২৫ মিনিটের দিকে সেখানে ভূমিধস হয়। পাঁচ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।