আন্তর্জাতিক

মুসলিম দেশে ম্যাক্রনের ভাবনা ব্যাখ্যা করবেন বিশেষ দূত

সেক্যুলারিজম ও বাকস্বাধীনতা সম্পর্কে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের ভাবনা ব্যাখ্যা করতে বিশেষ দূত নিয়োগ দিতে যাচ্ছে ফ্রান্স। সম্প্রতি ম্যাক্রনের বক্তব্যকে কেন্দ্র করে মুসলিম দেশগুলোতে তীব্র বিক্ষোভের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার।

ম্যাক্রন অবশ্য তার ভাবনার মূল্যায়ণের জন্য কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা অনলাইনকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট তার এই অবস্থানের ব্যাপারে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশের মৌখিক সমর্থন পেয়েছেন। সন্ত্রাসবাদ ও চরমপন্থার সঙ্গে ইসলাম ও ইসলামি চিন্তাধারা পার্থক্যের ব্যাপারে নিজের অবস্থান জানান দিতে ইতোমধ্যে ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ম্যাক্রন।

গত মাসে ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি স্কুলে মহানবীর ব্যঙ্গচিত্র শিক্ষার্থীদের কাছে প্রদর্শন করেছিলেন এক শিক্ষক। এ ঘটনায় চেচেন বংশোদ্ভূত এক মুসলিম ওই শিক্ষককে ছুরিকাঘাতে হত্যা করে। পরে পুলিশের অভিযানে হামলাকারী নিহত হয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ওই ব্যঙ্গচিত্র প্রসঙ্গে বলেছিলেন, ‘ফ্রান্স কার্টুন প্রত্যাহার করবে না।’ 

ইরানে ম্যাক্রনকে শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে, বাংলাদেশে তার কুশপুতুল দাহ করা হয়েছে। সৌদি আরব মহানবীর ব্যঙ্গচিত্রের ব্যাপারে নিন্দা জানিয়েছে।

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ টুইটারে লিখেছেন, ‘মুসলমানের ক্রুদ্ধ হওয়ার অধিকার রয়েছে এবং অতীতের গণহত্যার কারণে লাখ লাখ ফরাসিকে হত্যার অধিকার রয়েছে।’

অবশ্য ম্যাক্রনের সর্মথনে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গারগাশ বলেছেন, ‘ম্যাক্রন তার বক্তব্যে কী বলেন তা মুসলমানদের সতর্কতার সঙ্গে শোনা উচিত। তিনি পশ্চিমে মুসলমানদের আস্তাকুঁড়েতে ফেলতে চান না এবং তিনি পুরোপুরি সঠিক।’