আন্তর্জাতিক

মোজাম্বিকে ৫০ জনকে গলাকেটে হত্যা

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলে ৫০ জনের বেশি মানুষকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিন দিন ধরে কাবো ডিলাগডো প্রদেশে এই সহিংসতার ঘটনা ঘটেছে বলে সোমবার জানিয়েছে আল-জাজিরা অনলাইন। 

সোমবার সংবাদ সম্মেলনে পুলিশের কমান্ডার জেনারেল বারনারদিনো রাফায়েল জানিয়েছেন, সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ত হামলাকারীরা মিউদুম্বে ও মাসোমিয়া জেলার কয়েকটি গ্রামে হামলা চালায়। তারা বেসামরিক নাগরিকদের হত্যা, নারী ও শিশুদের অপহরণ এবং বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা একটি গ্রামের ফুটবল মাঠকে মৃত্যুদণ্ডের ক্ষেত্র তৈরি করে। তারা সেখানে সবাইকে গলা কেটে হত্যা করে। পৃথক অন্য আরেকটি গ্রামেও একই রকম হামলার ঘটনা ঘটেছে।

২০১৭ সাল থেকে কাবো ডিলাগডো অঞ্চলে এ ধরনের হামলা চালিয়ে আসছে সন্ত্রাসীরা। মুসলিম অধ্যুষিত ওই অঞ্চলে এ পর্যন্ত দুই হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। এছাড়া চার লাখ ৩০ হাজার মানুষ গৃহহীন হয়েছেন।