আন্তর্জাতিক

করোনার কারণে ইরানজুড়ে নতুন নিষেধাজ্ঞা

করোনার সংক্রমণ ফের বাড়তে শুরু করায় দেশব্যাপী নতুন নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে আংশিক লকডাউন ও কারফিউ। শনিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আল-জাজিরা অনলাইন জানিয়েছে, কর্মকর্তারা সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যার ভিত্তিতে বিভিন্ন এলাকা রঙ দিয়ে চিহ্নিত করেছেন। এর মধ্যে যেসব এলাকার মানচিত্রে সাদা রঙ দিয়ে চিহ্নিত করা হয়েছে সেগুলো বিপদমুক্ত এবং যেগুলো লাল রঙে চিহ্নিত সেগুলো সর্বোচ্চ বিপজ্জনক এলাকা।

ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২৫টিরই প্রধান শহরকে বিপজ্জনক এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। লাল চিহ্নিত এলাকাগুলো অন্তত দুই সপ্তাহ আংশিক লকডাউনে থাকবে। এখানে অতি জরুরি নয় এমন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এসব এলাকায় মোট সরকারি কর্মচারীদের এক তৃতীয়াংশ নিয়মিত তাদের দপ্তরের দায়িত্ব পালন করবেন।

আংশিক লকডাউনের বাইরে আন্তঃশহর ভ্রমণ বন্ধে সারাদেশে  রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। এছাড়া দেশজুড়ে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি নির্দেশনা লঙ্ঘনকারীকে ৪০ মার্কিন ডলার করে জরিমানার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে।