আন্তর্জাতিক

দিল্লির তাপমাত্রা ৬.৯ ডিগ্রি

ভারতের রাজধানী দিল্লির তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। ২০০৩ সালের পর নভেম্বরের কোনো সকালে এত কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

রোববার (২২ নভেম্বর) সকালে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা ছিল ১৪ বছরের মধ্যে সর্বনিম্ন। তবে দুইদিনের মাথায় তাপমাত্রা আরও নিচে নেমে ১৭ বছরের রেকর্ড ভেঙেছে। 

ভারতীয় আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা কুলদীপ শ্রীভাস্তব জানান, সফদারগঞ্জ পর্যবেক্ষণ থেকে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করার তথ্য জানিয়েছে। ২০০৩ সালের পর নভেম্বরে এটি সর্বনিম্ন তাপমাত্রা। 

এদিকে দিল্লির বিভিন্ন শহরের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। যা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

এর আগে গত বছরের নভেম্বরে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয় ১১ দশমিক ৫ ডিগ্রি, ২০১৮ সালের রেকর্ড করা হয় ১০ দশমিক ৫ ডিগ্রি, ২০১৭ সালের রেকর্ড করা হয় ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

তবে নভেম্বরে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, যা ১৯৩৮ সালের ২৮ নভেম্বর রেকর্ড করা হয়।