আন্তর্জাতিক

উসকানিমূলক মন্তব্য করায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠালো সিঙ্গাপুর

সম্প্রতি ফ্রান্সে সন্ত্রাসী হামলা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পোস্ট করে সহিংসতা কিংবা সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দেওয়ার অভিযোগে ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর কর্তৃপক্ষ। মঙ্গলবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসলামের নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশ করায় ফ্রান্সে বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে শিক্ষার্থীদের ব্যঙ্গচিত্র দেখানোয় এক শিক্ষককে হত্যার ঘটনাও রয়েছে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশসহ বিশ্বের মুসলিম দেশগুলোতে তীব্র প্রতিবাদ-বিক্ষোভ হয়।

সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সেপ্টেম্বরের শুরু থেকেই তদন্তের কারণে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থাগুলো সতর্কতার মাত্রা বাড়িয়ে দিয়েছিল। ফ্রান্সে সন্ত্রাসী হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে উস্কানিমূলক মন্তব্য পোস্ট করায় যে বাংলাদেশিদের ফেরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশই নির্মাণ শ্রমিক। তবে তাদের পোস্ট করা মন্তব্যগুলোতে কী ধরনের কথাবার্তা ছিল তা প্রকাশ করেননি কর্মকর্তারা।