আন্তর্জাতিক

স্পেনে বয়স্করা আগে টিকা পাবেন

স্পেনে বয়স্ক নাগরিক এবং চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সবার আগে করোনাভাইরাসের টিকা পাবে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্পেনের স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইল্লা জানুরারিতে শুরু হতে যাওয়া জাতীয় টিকাদান পরিকল্পনার অংশ হিসেবে এ ঘোষণা দেন। খবর রয়টার্সের।

নাগরিকদের মোট ১৮ টি দল একেরপর এক করোনার টিকা পাবে। অন্যান্য স্বাস্থ্য কর্মীরা ঠিক এরপরের সারিতে থাকবেন। ১৩ হাজার স্বাস্থ্যসেবা সেন্টারগুলো ক্রমান্বয়ে এ টিকা গ্রহন করবে।

২০২১ সালের প্রথম ছয় মাসের মধ্যে জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ করোনাভাইরাস টিকার আওতায় চলে আসবে বলে আশা করছে দেশটি।

স্পেনে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনাভাইরাস। দেশটিতে রেকর্ড ১৬ লাখ ছয় হাজার ৯০৬ জন আক্রান্ত হয়েছেন। ৪৩ হাজার ১৩১ জন মানুষ প্রাণ হারিয়েছে।