আন্তর্জাতিক

ভারতে লাভ জিহাদবিরোধী আইনে মুসলিম যুবক গ্রেপ্তার

এক হিন্দু নারীকে ইসলাম ধর্মে দীক্ষিত করার অভিযোগে ভারতের উত্তর প্রদেশে এক মুসলিম পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘লাভ জিহাদ'’ নামে বিয়ের মাধ্যমে ইসলাম ধর্মে ধর্মান্তরিতকরণ বন্ধে উত্তর প্রদেশে যে নতুন আইন হয়েছে, তার অধীনে প্রথম গ্রেপ্তারের ঘটনা এটি।

হিন্দু-মুসলিম বিয়ে বন্ধ করতে ২৪ নভেম্বর ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রেখে উত্তর প্রদেশের বিজেপি সরকার এই আইন পাস করে। বিজেপি শাসিত আরও চারটি রাজ্য এ সংক্রান্ত আইনের খসড়া তৈরি করেছে।

সমালোচকরা আইনটিকে ইসলামোফোবিক বলে আখ্যা দিয়েছেন। এছাড়া এটি প্রতিক্রিয়াশীল ও আপত্তিকর বলেও দাবি করেছেন তারা।

বুধবার এক টুইটে উত্তর প্রদেশের বেরেলি জেলার পুলিশ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

ওই নারীর বাবা জানিয়েছেন, তার মেয়েকে ধর্মান্তকরণের জন্য চাপ প্রয়োগ করছিল ওই যুবক। এ কারণে তিনি মামলা করেছেন।

বিবিসি জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিটির সঙ্গে সম্পর্ক ছিল ওই নারীর। তবে চলতি বছরের প্রথম দিকে তার অন্যত্র বিয়ে হয়।

পুলিশ জানিয়েছে, এক বছর আগে ওই নারীর পরিবার যুবকটির বিরুদ্ধে অপহরণের মামলা  করেছিল। তবে তাকে খুঁজে পাওয়ার পর মামলার কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ। এছাড়া ওই নারীও অভিযোগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

বুধবার গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে ১৪ দিনের জুডিশিয়াল কাস্টডিতে পাঠানো হয়েছে।

সাংবাদিকদের কাছে তিনি দাবি করেছেন, তিনি নির্দোষ, এবং ‘ওই নারীর সঙ্গে তার কোন সম্পর্ক নেই।’