আন্তর্জাতিক

রাশিয়ায় করোনায় এক দিনে সংক্রমণের নতুন রেকর্ড 

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর দেশটিতে এক দিনে সংক্রমণের সর্বোচ্চ রেকর্ড এটি। 

রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার দেশে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৬০ হাজার ৭৭০ জনে পৌঁছেছে। একই সময় ৪৫৭ জন আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা ৪৩ হাজার ১৪১ এ পৌঁছেছে।

অক্টোবরের প্রথম সপ্তাহ থেকে রাশিয়ায় দৈনন্দিন সংক্রমণ ১০ হাজার ছাড়াতে শুরু করে। ৩ ডিসেম্বর দেশটিতে ২৮ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছিল,যা ছিল ওই দিন পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড। 

করোনার সংক্রমণ বৃদ্ধির এই সময়েই রাশিয়ায় শনিবার থেকে টিকা দেওয়া শুরু হয়েছে। গত আগস্টে রেজিস্ট্রি হওয়া নিজেদের আবিষ্কৃত ‘স্পুৎনিক-ভি’ টিকা দিয়েই কার্যক্রম শুরু করেছে দেশটি।