আন্তর্জাতিক

‘চীনের করোনার টিকা ৮৬ শতাংশ কার্যকর’

চীনা ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল গ্রুপের (সিনোফার্ম) উন্নয়ন করা করোনার টিকা ৮৬ শতাংশ কার্যকর বলে জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। বিস্তৃত ক্লিনিক্যাল ট্রায়ালের অন্তর্বর্তী বিশ্লেষণের বরাত দিয়ে বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত জুলাইয়ে আমিরাতে সিনোফার্মের টিকার তৃতীয় ধাপের ট্রায়ার শেষ হয়। সেপ্টেম্বরে কিছু নির্দিষ্ট গ্রুপকে জরুরি ভিত্তিতে দেওয়ার জন্য টিকাটির অনুমোদন দেওয়া হয়।

বুধবার মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘অ্যান্টিবডি নিরপেক্ষকরণের সেরোকনভারশন হার ৯৯ শতাংশ এবং রোগের মাঝামাঝি ও গুরুতর অসুস্থদের ক্ষেত্রে এটি শতভাগ কার্যকর। বিশ্লেষণে নিরাপত্তার বিষয়ে কোনো গুরুতর উদ্বেগের কারণ দেখা যায়নি।’

এতে আরও বলা হয়েছে, সরকারিভাবে টিকার রেজিস্ট্রেশন করা হয়েছে। ট্রায়ালে ১২৫ দেশের ৩১ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল।

অবশ্য ট্রায়ালে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া গেছে কিনা, কত জন অসুস্থ হয়েছিল কিংবা কতজন স্বেচ্ছাসেবককে টিকা বা প্লাসিবো দেওয়া হয়েছে তা জানানো হয়নি বিবৃতিতে।