আন্তর্জাতিক

জাপানে করোনার তৃতীয় ঢেউ

জাপানে করোনার তৃতীয় ঢেউ আঘাত হেনেছে। দেশটিতে দৈনন্দিন সংক্রমণের গড় বেড়ে যাওয়ায় সরকারকে ভ্রমণ নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা।

জাপানি বার্তা সংস্থা কিওদো জানিয়েছে, বুধবার দেশে নতুন করে দুই হাজার ৮১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৫৫ জনের অবস্থা গুরুতর। দেশের ৪৭টি প্রিফেকচারের মধ্যে ছয়টিতে দৈনন্দিন সংক্রমণের হার বেড়েছে। এগুলোর মধ্যে পর্যটন নগরী কিওটো ও কাগোশিমা রয়েছে।

জাপানের সেল্ফ ডিফেন্স ফোর্সেস (এসডিএফ) উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোর আসাহিকাওয়া শহরে নার্স পাঠিয়েছে। এখানে দুটি হাসপাতাল ও শারীরিক প্রতিবন্দীদের একটি কেন্দ্রে উপচে পড়া করোনা রোগীদের সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। টোকিওর পর দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত এলাকা ওসাকাতেও অতিরিক্ত চিকিৎসাকর্মী চেয়ে পাঠানো হয়েছে।

টোকিওতে বুধবার নতুন করে ৫৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনার প্রাদুর্ভাবের পর রাজধানীতে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এটি। জাপানে করোনা আক্রান্তের মোট সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৮৪০, এর মধ্যে প্রায় ৪৫ হাজারই টোকিওর বাসিন্দা।