আন্তর্জাতিক

নৌকায় রোহিঙ্গা নির্যাতনের নির্মম চিত্র

সাগরে একটি জেলে নৌকায় পাচারকারীদের হাতে রোহিঙ্গাদের নির্মম নির্যাতনের ভিডিও প্রকাশ হয়েছে। পাচারকারীদের এক জনই মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করেছিল বলে মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।

এতে দেখা গেছে, নৌকাটিতে কয়েক ডজন রোহিঙ্গাকে গাদাগাগি করে রাখা হয়েছে। এদের মধ্যে শিশুরাও রয়েছে। রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে আছে পাচারকারীরা। এক পর্যায়ে রোহিঙ্গাদের সঙ্গে বাদানুবাদ হলে হাতে মোটা রশি থাকা এক পাচারকারী এক রোহিঙ্গা পুরুষকে ধাক্কা দেয় এবং লাথি দিয়ে ফেলে দেয়। এ সময় সে  খালি গায়ের এক দল মানুষকে হাতে থাকা মোটা দড়ি দিয়ে চাবুকের মতো করে পেটাতে থাকে।

এই নৌকা থেকে উদ্ধার হওয়া মোহাম্মদ ওসমান নামে এক রোহিঙ্গা বলেন, ‘আমরা খাবারের ব্যাপারে অভিযোগ করলে ওরা মারতে শুরু করে। আমরা শুধু আরেকটু ভাত ও পানি চাওয়ায় তারা আমাদের নির্বিচারে প্রহার করে।

ওসমানের প্রতিবেশী এনামুল নামে আরেক জন জানান, পাচারকারীরা যখন তাদেরকে ফেলে আরেকটি নৌকায় করে পালিয়ে যাচ্ছিল তখন সে তার ফোনটি কেড়ে নিয়েছিল।