আন্তর্জাতিক

পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত

পেঁয়াজ রপ্তানি শুরুর অনুমতি দিয়েছে ভারত। আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে এই আদেশ কার্যকর হবে বলে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় সোমবার জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নতুন মৌসুমের পেঁয়াজ উঠতে শুরু করায় গত কয়েক সপ্তাহ ধরে ভারতে পেঁয়াজের দাম কমতে শুরু করে। এ কারণে দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানি শুরুর ঘোষণা দিয়েছে।

মন্ত্রণালয়ের এক আদেশে বলেছে, সব ধরনের পেঁয়াজের ক্ষেত্রে রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিশ্বের শীর্ষ পেঁয়াজ রপ্তানিকারক দেশ ভারত অভ্যন্তরীণ বাজারে মূল্য বৃদ্ধি ও মজুদে ঘাটতির কারণে গত ১৪ সেপ্টেম্বর এই পণ্যটির রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছিল ভারত। এর প্রভাব পড়েছিল বাংলাদেশ, নেপাল, মালয়েশিয়া ও শ্রীলঙ্কার বাজারে।

ভারতের ন্যাশনাল হার্টিকালচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন জানিয়েছে, গত চার সপ্তাহ ধরে ভারতে পেঁয়াজের দাম অর্ধেকের বেশি কমেছে।