আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় করোনার তৃতীয় ঢেউ

করোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ায়। রোববার দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

কোরিয়া ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এজেন্সি (কেডিসিএ)   জানিয়েছে, শনিবার দক্ষিণ কোরিয়ায় ৬৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৮২৪ জন। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৩ হাজার ২৪৪ এবং মারা গেছে ৯৬২ জন আক্রান্ত। 

স্বাস্থ্য কর্মকর্তা সোহন ইয়ং-রায়ি এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, ‘করোনাভাইরাস বিস্তারের তৃতীয় ঢেউ ধরা পড়ায় সম্প্রতি কোভিড-১৯ টেস্টের পরিধি বাড়ানো হয়েছে এবং দূরত্বমূলক পদক্ষেপ জোরদার করা হয়েছে।’