আন্তর্জাতিক

টিকা নিয়েছেন ব্রিটেনের রানি

করোনার টিকা নিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও তার স্বামী ফিলিপ। শনিবার তাদের টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাকিংহাম প্যালেস।

প্রাসাদ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘রানি ও ডিউক অব এডিনবার্গ আজ কোভিড-১৯ এর টিকা পেয়েছেন।’

ব্রিটেনে করোনার টিকার ক্ষেত্রে যাদের অগ্রাধিকার দেওয়া হবে সেই বয়স তালিকায় স্থান ছিল ৯৪ বছরের রানি ও তার ৯৯ বছরের স্বামীর। ব্রিটেন সরকার প্রায় এক কোটি ৫০ লাখ বয়স্ক, অরক্ষিত জনগোষ্ঠী ও সম্মুখ সারির যোদ্ধাদের মধ্য ফেব্রুয়ারির মধ্যে টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে।

রাজপরিবারের সূত্র জানিয়েছে, রানির উইন্ডসর ক্যাসেলের চিকিৎসক তাদেরকে টিকা দিয়েছেন।