আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে ৭ দশকের মধ্যে প্রথম নারীর মৃত্যুদণ্ড কার্যকর

যুক্তরাষ্ট্রে সাত দশকের মধ্যে প্রথম এক নারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। বুধবার প্রাণঘাতি ইনজেকশন প্রয়োগের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, গ্রিনিচ মান সময় সকাল ৬টা ৩১ মিনিটে ইন্ডিয়ানার টেরি হাউটে ৫২ বছর বয়সী লিসা মন্টগোমারির মৃত্যুদণ্ড কার্যকর হয়।

২০০৪ সালে ২৩ বছর বয়সী এক গর্ভবতী নারী গলায় ফাঁস দিয়ে হত্যা করেন লিসা। ওই নারীর পেট চিরে তিনি নবজাতককে বের করেন এবং শিশুটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসেন। ২০০৭ সালে দোষী সাব্যস্ত হওয়ার পর তার মৃত্যুদণ্ড দেওয়া হয়।

লিসার আইনজীবীরা অবশ্য দাবি করেছিলেন, তাদের মক্কেল মানসিকভাবে অসুস্থ। ছোটবেলায় তিনি বাবার হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এবং মায়ের হাতে অপহৃত হয়েছেন। পরে তিনি স্বজনদের নিপীড়নের শিকার হয়েছেন। মানসিক স্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে তারা মৃত্যুদণ্ড মওকুফ চেয়েছিলেন।