আন্তর্জাতিক

ইসরায়েলিদের প্রবেশের সুযোগ দিলো সৌদি

আনুষ্ঠানিক নিষেধাজ্ঞার পরও ১০ থেকে ১৫ জন ইসরায়েলিকে নিজেদের দেশে প্রবেশের অনুমতি দিয়েছে সৌদি আরব। এমনকি মুসলিম দেশটিতে প্রবেশের জন্য তারা ইরাসয়েলের পাসপোর্টও ব্যবহার করেছে। রোববার ইসরায়েলের আর্মি রেডিও এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোটর গাড়ির রেস ‘ডাকার র‌্যালিতে’ যোগ দিতে এসব ইসরায়েলি সৌদি আরব গিয়েছিল। তারা প্রতিযোগিতায় দুটি দলে ভাগ হয়ে যোগ দিয়েছে। এদের একটি দল যুক্তরাষ্ট্রের পতাকাবাহী ট্রাক দল ও বেলজিয়ামের নামে রেজিস্ট্রেশন করা আরেকটি যানের টিমের সঙ্গে যোগ দিয়েছে। গত ১৫ জানুয়ারি এই প্রতিযোগিতা শেষ হয়।

এ ব্যাপারে সৌদি আরবের গণমাধ্যম মন্ত্রণালয়ের সেন্টার ফর ইন্টারন্যাশনাল কমিউনিকেশন কোনো মন্তব্য করেনি।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত অবসানের পর গত মাসে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে কেবল সম্পর্ক স্থাপন করেছে। অবশ্য গত কয়েক বছরে ইরানের আঞ্চলিক প্রাধান্য ঠেকাতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে শুরু করেছে। ৭২ বছরের ঐতিহ্য ভঙ্গ করে গত সেপ্টেম্বরে নিয়মিতভাবে ইসরায়েলি বিমানগুলোকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি।