আন্তর্জাতিক

হংকংয়ে লকডাউন

করোনার সংক্রমণ বাড়ায় হংকংয়ের কৌলুন উপদ্বীপে লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা শনাক্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত উপদ্বীপটির ১০ হাজার বাসিন্দাকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে হংকং কর্তৃপক্ষ।

প্রতিবেশী শহর জনবহুল জর্ডানে করোনার প্রাদুর্ভাবের পর এই প্রথম লকডাউনের ঘোষণা দিলো  কর্তৃপক্ষ। এই শহরটি অধিকাংশ বাসিন্দা বৃদ্ধ এবং ফ্ল্যাটগুলো ঘিঞ্জি হওয়ায় এখানে করোনার বিস্তার দ্রুত ঘটার আশঙ্কা রয়েছে।

চলতি মাসে বিধিনিষেধ ঘোষিত এলাকায় ১৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। 

হংকং সরকার জানিয়েছে, বিধিনিষেধভুক্ত এলাকায় ৭০টি ভবন রয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রের কাছাকাছি এই ভবনগুলো অবস্থিত। এলাকাটিতে ৪৮ ঘণ্টার মধ্যে করোনা শনাক্ত পরীক্ষা শেষ করতে চাইছে কর্তৃপক্ষ, যাতে সোমবার থেকে বাসিন্দারা কাজে ফিরতে পারে।

হংকংয়ের প্রধান নির্বাহি ক্যারি ল্যাম জানিয়েছেন, ৫০টি শনাক্তকরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। এখানে সহযোগিতা করবেন তিন হাজার সরকারি কর্মচারী।

স্থানীয় সময় দুপুর ১টার মধ্যে তিন হাজার জনের করোনা শনাক্ত পরীক্ষা শেষ হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।