আন্তর্জাতিক

তিউনিসিয়ার প্রেসিডেন্টের অফিস কক্ষে রহস‌্যময় খাম

তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইয়্যেদের অফিস কক্ষে রহস্যময় একটি খাম পাওয়া গেছে। বুধবার (২৭ জানুয়ারি) কার্থেজ প্যালেসে এই খামটি আসে। দেশটির নিউজ এজেন্সি এমনটাই জানিয়েছে।

এজেন্সি প্রেসিডেন্টের অফিসের একজন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যে, ওই খামের মধ্যে কোনো ডকুমেন্ট কিংবা চিঠি ছিল না। তার পরিবর্তে সেখানে কিছু পাউডার (গুড়া) পাওয়া যায়। সেগুলো উদ্ধার করে ইতোমধ্যে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

তবে খামটি প্রেসিডেন্ট খোলেননি। প্রেসিডেন্টের অফিসের একজন কর্মচারী খুলেছেন।

এদিকে প্রেসিডেন্টের নামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে খোলা এক আন-অফিসিয়াল পেজ থেকে জানানো হয়েছে যে, একটি উড়ো চিঠির মাধ্যমে প্রেসিডেন্টকে বিষ প্রয়োগের চেষ্টা করা হয়েছে। খামের মধ্যে রিচিন নামক বিষাক্ত পদার্থ দিয়ে তাকে বিষ প্রয়োগ করার চেষ্টা করা হয়েছিল।

এদিকে গেল আগস্টের ২১ তারিখ তিউনিসিয়ার পুলিশ একটি গোপন সূত্রে জানতে পারে যে, প্রেসিডেন্টকে তার অফিসে আসা পাউরুটির মাধ্যমে বিষ প্রয়োগের চেষ্টা করা হতে পারে। পরে পুলিশ বিষয়টি খতিয়ে দেখে এবং এটা গুজব বলে প্রমাণিত হয়।

এখন দেখার বিষয় রহস্যময় খামের বিষয়ে কি তথ্য নিয়ে হাজির হয় দেশটির তদন্ত সংস্থা।