আন্তর্জাতিক

ভারতের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বললেন পাক সেনাপ্রধান

ভারতের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কমার জাভেদ বাজওয়া বলেছেন, পারস্পরিক সম্মান প্রদর্শন ও শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় বিশ্বাসী তার দেশ। সব দিকে শান্তির হাত বাড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়। 

পাক সেনাপ্রধানের এই মন্তব্য অবশ্য ভারতের জন্য বিস্ময়কর। কারণ তিনি বরাবরই ভারতবিরোধী মন্তব্য করে এসেছেন, বিশেষ করে পাকঅধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে নয়াদিল্লির বিমান হামলা এবং জম্মু ও কাশ্মিরের বিশেষ মর্যাদা বাতিলের পর।

জম্মু ও কাশ্মির ইস্যুতে জেনারেল বাজওয়া বলেছেন, ‘পাকিস্তান ও ভারতকে অবশ্যই শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে দীর্ঘমেয়াদী জম্মু ও কাশ্মির সমস্যার সমাধান করতে হবে, কারণ সেখানকার বাসিন্দাদেরও আকাঙ্খা এটি এবং এই মানবিক বিপর্যয়ের যৌক্তিক সমাপ্তি টানা উচিত।’

জেনারেল বাজওয়ার এই মন্তব্যে নয়াদিল্লির কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভারতের সন্ত্রাসদমন বিভাগের এক কর্মকর্তা অবশ্য জানিয়েছেন, জেনারেল বাজওয়ার মন্তব্য সম্পর্কে এখনই কিছু বলা উচিত হবে না। 

তিনি বলেন, ‘আমাদের খতিয়ে দেখতে হবে যে, এই মন্তব্য বিক্ষিপ্ত না কি ভবিষ্যৎ পরিবর্তনের ইঙ্গিত।’ 

ওই কর্মকর্তার মতে, দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে নষ্ট হওয়া সম্পর্ক মেরামত করতে কথার চেয়েও অনেক বেশি কিছু লাগবে। নিজের মাটিতে ঘাঁটি গেড়ে বসা সন্ত্রাসী সংগঠনগুলি ধ্বংস করতে গঠনমূলক পদক্ষেপ নিতে হবে ইসলামাবাদকে। নয়া দিল্লির বিশ্বাস অর্জন করতে সন্ত্রাসীদের প্রতি অবিলম্বে সমর্থন বন্ধ করা উচিত পাকিস্তানের।