আন্তর্জাতিক

মাত্র ১০ দেশ নিয়ে যাচ্ছে ৭৫ শতাংশ টিকা

করোনার টিকা বিতরণ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। তিনি বলেছেন, মাত্র ১০টি দেশের উৎপাদিত সব টিকার ৭৫ শতাংশ নিয়ে যাচ্ছে। এটি ‘বন্যভাবে অসম এবং অন্যায্য।’ 

বুধবার নিরাপত্তা পরিষদের একটি উচ্চপর্যায়ের বৈঠকে তিনি জানিয়েছেন, বিশ্বের ১৩০টি দেশ এখনও পর্যন্ত একটি ডোজও টিকা পায়নি।

গুতেরেস বলেছেন, ‘এই জটিল সময়ে বিশ্ব সম্প্রদায়ের জন্য টিকার সমতা সবচেয়ে বড় নৈতিক পরীক্ষা।’

তিনি বিজ্ঞানী, টিকা উৎপাদনকারী ও অনুদান দাতাদের একসঙ্গে জরুরি বৈশ্বিক টিকা পরিকল্পনা উপস্থাপনের আহ্বান জানিয়েছেন, যাতে টিকার ন্যায্য বিতরণ নিশ্চিত হয়। একইসঙ্গে প্রত্যেকটি দেশের সব মানুষ যাতে দ্রুত টিকা পাওয়া তা যেন নিশ্চিত করা যায়।

জাতিসংঘ মহাসচিব বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০কে জরুরি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। ‘সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি, প্রধান শিল্প ও রসদ সরবরাহকারীকে’ একীভূত করার ক্ষমতা এই টাস্কফোর্সের থাকা উচিত বলেও জানিয়েছেন তিনি।