আন্তর্জাতিক

জাপানে করোনার নতুন রূপ শনাক্ত

করোনাভাইরাসের নতুন রূপ শনাক্ত হয়েছে জাপানে। রাজধানী টোকিওর একটি অভিবাসী কেন্দ্রে সংক্রমণের ক্লাস্টার চিহ্নিত হয়েছে।

এমন সময় এই খবর আসলো যখন জাপান করোনা মহামারির তৃতীয় দফার প্রকোপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।

মন্ত্রী পরিষদের মুখ্য সচিব কাতসুনোবু কাতো জানিয়েছেন, জাপানের পূর্বাঞ্চলীয় কান্তো এলাকায় করোনার নতুন রূপটিতে আক্রান্ত ৯১ জন রোগী শনাক্ত হয়েছে। আরও দুই রোগী শনাক্ত হয়েছে বিমানবন্দরে। নতুন এই রূপটির সংক্রমণের বিস্তার রোধে নজরদারি ব্যবস্থা বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সরকার। অবশ্য নতুন এই রূপটি অনেক বেশি টিকা প্রতিরোধক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

কাতো বলেন, ‘বিদ্যমান রূপগুলোর চেয়ে নতুনটি সম্ভবত বেশি সংক্রামক এবং এটি দেশজুড়ে সংক্রমণ ঘটিয়ে চললে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে থাকবে।’

জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব ইনফেকশাস ডিজিজ জানিয়েছে, করোনার এই নতুন রূপটির উৎপত্তি বিদেশে। তবে জাপানে এ পর্যন্ত করোনার যেসব ধরন পাওয়া গেছে এটা তার থেকে একেবারে ভিন্ন। এতে টিকার কার্যকারিতা হ্রাস পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।