আন্তর্জাতিক

পশ্চিমাদের কাঁপন ধরিয়ে দেওয়া সেই সৌদি তেলমন্ত্রী আর নেই

তেলের জন্য হাহাকার সৃষ্টি করে পশ্চিমাদের মধ্যে কাঁপন ধরিয়ে দেওয়া সেই সৌদি তেলমন্ত্রী আর নেই। মঙ্গলবার লন্ডনে ৯১ বছর বয়সে শেইখ জাকি ইয়ামানির মৃত্যু হয়েছে।

ইয়ামানিকে তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ। ১৯৭৫ সালে বাদশাহ ফয়সাল হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী ছিলেন তিনি। ওই বছরই ওপেকের বৈঠক থেকে ইয়ামানিকে অপহরণ করেছিল কার্লোস দ্য জ্যাকেল নামে পরিচিত ইলিচ রামিরেজ সানচেজ।

মার্জিত আচরণ এবং ট্রেডমার্ক দাড়ির জন্য পরিচিত ছিল ইয়ামানি। তার ২৪ বছরের মন্ত্রিত্বকালে সৌদিকে বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল উৎপাদনকারী হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। সত্তরের দশকে ‘তেলের ধাক্কা’ দিয়ে বৈশ্বিক মুদ্রাস্ফিতি সৃষ্টির জন্য তিনি বিখ্যাত হয়ে আছেন। অপরিশোধিত তেলের মূল্য বৃদ্ধির প্রচেষ্টায় ব্যর্থতার কারণে ১৯৮৬ সালে ইয়ামানিকে বরখাস্ত করা হয়।