আন্তর্জাতিক

মার্কিন কংগ্রেসে করোনা সহায়তা তহবিল অনুমোদন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের মহামারি করোনা সহায়তা তহবিল অনুমোদন দিয়েছে দেশটির কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। 

স্থানীয় সময় শনিবার (২৭ ফেব্রয়ারি) সকালে বিলটি নিয়ে ভোটাভুটি হলে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের সংখ্যাগরিষ্ঠ সদস্য পক্ষে সমর্থন জানায়।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়, কংগ্রেসে ২১৯-২১২ ভোটে বিলটি অনুমোদন হয়েছে। প্রথা ভেঙে বাইডেনের দল ডেমোক্র্যাটের দুজন আইনপ্রণেতা বিপক্ষে ভোট দিয়েছেন। তবে কোনো রিপাবলিকান আইনপ্রণেতা বিলটির পক্ষে ভোট দেননি। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অনুমোদন হওয়া বিলটি এখন উচ্চকক্ষ সিনেটে পাঠানো হবে।  

এদিকে, করোনা প্রতিরোধে ও পরবরর্তী অবস্থা স্থিতিশীল করতেই বাইডেন এই প্রণোদনাকে সমর্থন জানিয়েছেন। তবে রিপাবলিকানরা এই প্রনোদণাকে অহেতুক বলে ঘোষণা করেছেন।