আন্তর্জাতিক

পাকিস্তানে ভারতীয় বিমানের জরুরি অবতরণ, এক যাত্রীর মৃত্যু

একজন যাত্রী অসুস্থ হওয়ায় ভারতের ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইট পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করে। পরে ওই যাত্রী মারা যায়।

মঙ্গলবার (২ মার্চ) এনডিটিভি অনলাইন জানায়, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ভারতের লক্ষ্ণৌর উদ্দেশে বিমানটি যাত্রা শুরু করেছিল।

ইন্ডিগো এয়ারলাইন্সে এক বিবৃতিতে জানায়, শারজাহ থেকে  লক্ষ্ণৌর যাওয়ার পথে মাঝ আকাশেই তাদের ৬ই ১৪১২ ফ্লাইটের এক যাত্রী হৃদরোগে আক্রান্ত হয়। একপর্যায়ে করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে ফ্লাইটটি। পরে বিমানবন্দরের মেডিক্যাল টিম ওই যাত্রীকে মৃত ঘোষণা করে।

এদিকে ওই যাত্রীর পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছে ইন্ডিগো এয়ারলাইন্স। মারা যাওয়া ওই যাত্রী একজন বয়স্ক ব্যক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, বিমানেই মৃত্যু হয়েছে তার।