আন্তর্জাতিক

পুলিশ হেফাজতে সু চির দলের আরেক নেতার মৃত্যু

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) আরেক নেতা পুলিশ হেফাজতে মারা গেছেন। শ পি থার শহরতলি শাখার নেতা জ মিয়াত লিনকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এর আগে গত শনিবার বিকেলে ইয়াঙ্গুনের একটি ওয়ার্ডের চেয়ারম্যান খিন মং লাতকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল। পরের দিন তার মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে কর্তৃপক্ষ।

বিলুপ্ত পার্লামেন্টের উচ্চকক্ষের সদস্য ও এনএলডি নেতা বা মায়ো থেইন বলেন, ‘তিনি (জ মিয়াত) ধারাবাহিকভাবে বিক্ষোভে অংশ নিচ্ছিলেন। এখন স্বজনরা সামরিক হাসপাতাল থেকে তার মৃতদেহ সংগ্রহের চেষ্টা করছে।’

রয়টার্স জানিয়েছে, এ ব্যাপারে সেনাবাহিনী কিংবা পুলিশ মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। এরপর থেকেই দেশটিতে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ চলছে। গত প্রায় এক মাসে দেশটিতে ৬০ বিক্ষোভকারী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে।