আন্তর্জাতিক

ভারতে প্রবেশের অপেক্ষায় মিয়ানমারের অর্ধশতাধিক নাগরিক

সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের অপেক্ষায় আছে মিয়ানমারের প্রায় অর্ধশতাধিক নাগরিক। ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সঙ্গে ভারতের মিজোরাম রাজ্যের প্রায় ৪০০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। দেশটি থেকে পালিয়ে আসা লোকজন মিজোরামেই প্রবেশ করছে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত ১৩৬ জন মিয়ানমার থেকে পালিয়ে মিজোরামে আশ্রয় নিয়েছে। এদের মধ্যে একটি বড় অংশ পুলিশ সদস্য, যারা সেনাদের আদেশ মানতে অস্বীকৃতি জানিয়েছিল। মিয়ানমার কর্তৃপক্ষের অনুরোধে ইতোমধ্যে আট জনকে ফেরত পাঠিয়েছে ভারত।

স্থানীয় গ্রাম প্রধান রাম লিয়ানা জানিয়েছেন, ফারকাওন গ্রাম অতিক্রম করতে অন্তত ৮৫ জন অপেক্ষায় আছেন। সীমান্ত পার হওয়ার আগে কর্তৃপক্ষ তাদের কাগজপত্র পরীক্ষা করছে।

তিনি জানান, আটকে থাকা লোকজনকে খাদ্য সহায়তা হিসেবে পাঁচ বস্তা চাল ও এক বস্তা ডাল পাঠানো হয়েছে।

সার্চিপ জেলার কাউন্সিল চেয়ারম্যান কে লালংগাইজুয়ালা অবশ্য জানিয়েছেন, এ পর্যন্ত কত জন সীমান্ত পার হয়েছে তার সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, ‘আরও বেশি লোক আসতে পারে বলে আমরা প্রস্তুত রয়েছি।’