আন্তর্জাতিক

মিয়ানমারে ২ চীনা গার্মেন্টেসে আগুন

মিয়ানমারে দুই চীনা গার্মেন্টেসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ১টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে বলে চীনা সংবাদমাধ্যম সিজিটিএন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, মোটরসাইকেলে করে ২০ জনের বেশি লোক ইয়াঙ্গুনের শিল্প এলাকায় চীনের বিনিয়োগ করা দুটি গার্মেন্টেসে অগ্নিসংযোগ করে। তাদের হাতে লোহার রড, কুড়াল ও দাহ্য পদার্থ ছিল। হামলাকারীরা নিরাপত্তা রক্ষীদের প্রহার করে এবং কারখানা দুটির প্রবেশমুখ ও গুদামে অগ্নিসংযোগ করে।

দুটি গার্মেন্টেসের মধ্যে একটি চীনা মালিকানাধীন এবং আরেকটি চীন-মিয়ানমার যৌথ বিনিয়োগের।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে এ পর্যন্ত ৭০ জনের বেশি মানুষকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। দেশটির প্রতিবেশী চীন এ ব্যাপারে নিশ্চুপ ভূমিকা পালন করছে। অবশ্য চীন বরাবরই মিয়ানমারের সামরিক বাহিনীকে সমর্থন দিয়ে আসছে। এমনকি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত সপ্তাহে নিন্দা প্রস্তাব উত্থাপনের উদ্যোগ নেওয়া হলে চীনের কারণে তা ভেস্তে যায়।