আন্তর্জাতিক

লকডাউনের মেয়াদ বাড়ালো জার্মানি

তিন সপ্তাহের জন্য লকডাউনের মেয়াদ বাড়িয়েছে জার্মানি। করোনার তৃতীয় দফা ঢেউ নিয়ন্ত্রণে ইস্টারের ছুটির পুরোটা সময় এই লকডাউনের মধ্যে থাকছে। আঞ্চলিক নেতাদের সঙ্গে বৈঠকের পর চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল এ তথ্য জানিয়েছেন।

মের্কেল জানিয়েছেন, ১৮ এপ্রিল পর্যন্ত লকডাউন বলবৎ থাকবে। এর মধ্যে ১ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিধিনিষেধ আরও কড়াকড়ি থাকবে। ওই সময় অধিকাংশ দোকান বন্ধ থাকবে এবং জনসমাগম একেবারেই সীমিত থাকবে।

চ্যান্সেলর জানান, জার্মানি এখন ‘অত্যন্ত গুরুতর পরিস্থিতিতে।’

মঙ্গলবার সংবাদসম্মেলনে তিনি বলেছেন, ‘সংক্রমণের ঘটনা তাৎর্যপূর্ণভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ইনটেনসিভ কেয়ারের বিছানাগুলি আবার পূর্ণ হচ্ছে।’

সম্প্রতি ইউরোপের দেশগুলোতে করোনার সংক্রমণ বাড়ছে। জার্মানিতে প্রতি এক লাখে ১০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে সাত হাজার ৪৮৫ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ২৫০ জন। প্রতিবেশী পোল্যান্ডে সংক্রমণের মাত্রা জার্মানির তিন গুণ বেশি। ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৯২ জন আক্রান্ত হয়েছেন এবং ৪৭১ জনকে ইনটেনসিভ কেয়ারে পাঠানো হয়েছে।