আন্তর্জাতিক

চীনে বোমা বিস্ফোরণে নিহত ৪

চীনের একটি গ্রামে হাতে তৈরি বোমা বিস্ফোরণে চার জন নিহত হয়েছে। দেশটিতে সহিংস সামাজিক বিক্ষোভের এটি বিরল ঘটনা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই ঘটনায় সন্দেহভাজন ৫৯ বছরের ওই ব্যক্তি বিস্ফোরণে নিহত হয়েছেন। এছাড়া আরও পাঁচ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

সোমবার সকালে দক্ষিণের শহর গুয়াংঝুর মিংজিং গ্রামে এ ঘটনা ঘটে। তিন হাজার বাসিন্দার ওই গ্রামটিতে সম্প্রতি পর্যটকদের আকর্ষণের জন্য ভূমি উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে। এর অংশ হিসেবে স্থানীয়দের অন্যত্র আবাসনের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গ্রামের কমিটি দপ্তরে বিস্ফোরণটি ঘটেছে। জমির ক্ষতিপূরণ নিয়ে বিবাদের জের ধরে এই ঘটনাটি ঘটতে পারে।

চীনে কৃষকদের প্রায়ই তাদের জমি ছেড়ে দিতে বাধ্য করা হয়। নগরায়ন করতে গিয়ে অবৈধভাবে দখল করা হয়ে থাকে তাদের জমি। এসব ঘটনায় প্রায়ই সামাজিক বিক্ষোভ দেখা দেয়।