আন্তর্জাতিক

ভারতীয় প্রেসিডেন্টের শারীরিক অবস্থা স্থিতিশীল

ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোভিন্দের শারীরিক অবস্থা স্থিতিশীল। আরও শারীরিক পরীক্ষার জন্য তাকে অল ইন্ডিয়া ইনিস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে রেফার করা হয়েছে। শনিবার ভারতীয় বার্তা সংস্থা এএনআই নিউজ এ তথ্য জানিয়েছে।

শুক্রবার বুকে ব্যথা অনুভবের পর প্রেসিডেন্ট কোভিন্দকে সেনাবাহিনীর রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার প্রেসিডেন্টের দপ্তর এক টুইটে বলেছে, ‘নিয়মিত মেডিকেল চেকআপের পর চিকিৎসকরা প্রেসিডেন্টের দেখভাল করছেন। যেসব শুভাকাঙ্খী তার অসুস্থতার খবর জেনেছেন তাদের সবাইকে তিনি ধন্যবাদ জানিয়েছেন।’

বাংলাদেশ সফররত প্রধানমন্ত্রী মোদি টেলিফোনে প্রেসিডেন্টের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক টুইটে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতির ছেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি প্রেসিডেন্টের স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং তার সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছেন।’