আন্তর্জাতিক

সু চি ভালো আছেন

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চি ভালো আছেন। বুধবার সু চির এক আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

গত পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। ওই সময় গৃহবন্দি করা হয় সু চিকে। 

সু চির আইনজীবী মিন মিন সোয়ে টেলিফোনে রয়টার্সকে জানিয়েছেন, সু চি ব্যক্তিগতভাবে তার আইনজীবীর সঙ্গে সাক্ষাৎ করতে চেয়েছেন। কিন্তু পুলিশের উপস্থিতিতে ভিডিও আলাপচারিতায় তিনি বিস্তারিত কিছু জানাতে চাননি।

মিন মিন বলেন, ‘আমায়ের (সু চিকে সম্মান জানিয়ে এভাবে মা বলে সম্বোধন করা হয়) স্বাস্থ্য ভালো দেখা গেছে, তার চামড়ার রঙ ভালো।’

আটকের দিনই সু চির বিরুদ্ধে ছয়টি রেডিও অবৈধভাবে আমদানি এবং করোনাভাইরাস প্রটোকল ভঙ্গের অভিযোগে মামলা করা হয়। এছাড়া সম্প্রতি তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে আরও দুটি মামলা করা হয়।

সু চির আইনজীবী জানিয়েছেন, এনএলডি নেতার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার সবকয়টি ভুয়া ও পাঁতানো। আগামী বৃহস্পতিবার তার মামলার পরবর্তী শুনানি হবে।