আন্তর্জাতিক

ভারতের করোনার টিকা আমদানির অনুমোদনে অস্বীকৃতি ব্রাজিলের

ভারতের উৎপাদিত করোনার টিকা কোভ্যাক্সিন আমদানির অনুমোদন দিতে অস্বীকৃতি জানিয়েছে ব্রাজিলের  স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা। বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আনভিসা জানিয়েছে, টিকার  উৎপাদনগত মান বজায় রাখছে না ভারত বায়োটেক।

সংস্থাটি বিবৃতিতে বলেছে, ‘ভালো ওষুধের উত্পাদনশীল চর্চার জন্য প্রয়োজনীয় যোগ্যতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলে বিবেচনা করে’ এর আমদানি অনুমোদন প্রত্যাখ্যান করা হয়েছে।

গত মাসে ভারত বায়োটেকের কাছ থেকে দুই কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছিল ব্রাজিল।

ভারত বায়োটেক ও এর ব্রাজিলীয় অংশীদার প্রিসিসা মেডিক্যামেন্টস জানিয়েছে, তারা সরকারের এই সিদ্ধান্ত বদলাতে আপিল করবে এবং উৎপাদনগত মান বজায় রাখার পক্ষে প্রয়োজনীয় সব নথিপত্র হাজির করবে।