আন্তর্জাতিক

ধর্ষণের জন্য পোশাককে দায়ী করায় সমালোচনার মুখে ইমরান

ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে নারীর পোশাকও দায়ী বলে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে প্রতিদিন ১১টি ধর্ষণের ঘটনা ঘটে। সাক্ষাৎকারে ইমরানের কাছে জানতে চাওয়া হয়, নারীর প্রতি যৌন সহিংসতা রোধে সরকার কী করছে। 

সহিংসতার বিষয়টি স্বীকার করে ইমরান জানান, সমস্যাটি গুরুতর এবং এর জন্য দেশের ধর্ষণবিরোধী আইন কঠোর করা হয়েছে।

টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সমাজে ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বেড়ে চলেছে। আর যে  কোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে সেখানে অশ্লীলতা বেড়ে গেছে।’ এসময় পাকপ্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শ দেন। 

ইমরান বলেন, ‘পর্দার ধারণাটা কী? এটা কুকর্মের ইচ্ছাকে দমন করে। সব পুরুষের ইচ্ছা দমনের শক্তি নেই। আপনি যদি অশ্লীলতা অব্যাহত রাখেন, তাহলে এর পরিণতিতো ঘটবেই। কেবল আইন দিয়ে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়।’

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস কমিশন অব পাকিস্তান ইমরানের এই মন্তব্যের সমালোচনা করে বলেছে, এর জন্য প্রধানমন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত। জননেতা হিসেবে এটি অগ্রহণযোগ্য আচরণ।

সংস্থাটি বলেছে, ‘কোথায়, কেন ও কীভাবে ধর্ষণ ঘটছে সেই প্রশ্নকে এড়িয়ে এটি ধর্ষিতাকেই দায়ী করছে।’