আন্তর্জাতিক

৫৩ নাবিক নিয়ে ইন্দোনেশিয়ার সাবমেরিন নিখোঁজ

৫৩ নাবিক নিয়ে ইন্দোনেশিয়ার সামরিক বাহিনীর একটি সাবমেরিন নিখোঁজ হয়েছে। স্থানীয় সময় বুধবার সকালে বালি প্রদেশের উত্তরে এ ঘটনা ঘটে।

জার্মানির নির্মিত সাবমেরিনটি বালির উত্তর উপকূল থেকে ১০০ কিলোমিটার দূরে টর্পেডো মহড়ায় অংশ নিয়েছিল।

ইন্দোনেশিয়ার বিমান বাহিনীর প্রধান মার্শাল হাদি টিজাহজান্তো দ্য সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, আশঙ্কা করা হচ্ছে সাবমেরিনটি ডুবে গেছে। এর খোঁজ পেতে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের সহযোগিতা চাওয়া হয়েছে। 

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে পাঁচটি সাবমেরিন রয়েছে। এর অন্যতম হচ্ছে ১৯৭৯ সালে নির্মিত কেআরআই নাঙ্গালা-৪০২।