আন্তর্জাতিক

‘আপনাদের রাজা নগ্ন’

২৪ দিন অনশনের পর প্রথম জনসম্মুখে হাজির করা হয়েছে রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সি নাভালনিকে। বৃহস্পতিবার ভিডিও লিংকের মাধ্যমে আদালতে হাজির করা নাভালনিকে ভগ্নস্বাস্থ্য অবস্থায় দেখা গেছে।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহতদের অবমাননার অভিযোগে নাভালনির বিরুদ্ধে দায়ের করার মামলা আপিল শুনানি ছিল বৃহস্পতিবার।

আদালতের উদ্দেশে নাভালনি বলেছেন, ‘মহামান্য আদালতে আমি বলতে চাই, আপনাদের রাজা নগ্ন এবং এটি জানাতে একাধিক শিশু চিৎকার করছে। ইতোমধ্যে লাখ লাখ মানুষ চিৎকার করেছে। ২২ বছরের ব্যর্থ সরকার এই পরিণতি ডেকে এনেছে। কান থেকে অলংকার খসে পড়েছে, টেলিভিশনে মিথ্যা কথা বলা হচ্ছে, আমরা হাজার কোটি রুবল (রুশ মুদ্রা) খরচ করছি এবং আমাদের দেশ ক্রমশ দরিদ্র হচ্ছে।’

গত ৩১ মার্চ থেকে নাভালনি কারাগারে অনশন শুরু করেন। পিঠে তীব্র ব্যথা ও পায়ের অসাড়তার জন্য পর্যাপ্ত চিকিৎসাসেবা না পেয়ে তিনি অনশনে যান। ২৪ দিন পর গত শুক্রবার তিনি অনশন ভাঙেন।