আন্তর্জাতিক

ভারতের বাইরেও করোনার টিকা উৎপাদন করবে সেরাম ইনস্টিটিউট

সেরাম ইনস্টিটিউট ভারতের বাইরেও করোনাভাইরাসের টিকা উৎপাদনের পরিকল্পনা করছে। বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় টিকার চাহিদাও বেড়েছে। ফলে, প্রতিশ্রুত টিকা সরবরাহ করতে ভারতের পাশাপাশি অন্য দেশেও উৎপাদন করতে চায় প্রতিষ্ঠানটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে গতকাল শুক্রবার (৩০ এপ্রিল) দেওয়া সাক্ষাৎকারে এ তথ‌্য জানিয়েছেন সেরামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা। তিনি আরও জানিয়েছেন, কয়েক দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত করোনার ভ‌্যাকসিন উৎপাদন করে নিজ দেশসহ বিভিন্ন দেশে সরবরাহ করছে টিকা উৎপাদনে বিশ্বের বৃহত্তম এ প্রতিষ্ঠান।

আদর পুনাওয়ালা গত সপ্তাহে জানিয়েছিলেন, জুলাইয়ের মধ্যে মাসে ১০ কোটি ডোজ টিকা উৎপাদনে সক্ষম হবে সেরাম। আগামী ছয় মাসের মধ্যে সেরামের টিকার বার্ষিক উৎপাদন ২৫০ কোটি থেকে ৩০০ কোটিতে নিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার দেশ ভারতে টানা নয় দিন ধরে দৈনিক ৩ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হচ্ছে। শনিবার (১ মে) রেকর্ড ৪ লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দেশটির প্রাপ্তবয়স্ক সবাইকে শনিবার থেকে করোনা টিকা দেওয়া শুরু হচ্ছে।

ভারতে চলতি বছরের এপ্রিল মাসে সবচেয়ে বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন। ভারতজুড়ে গত মাসে ৬৯ লাখ মানুষ আক্রান্ত হন। এক মাসেই মারা যান প্রায় ৫০ হাজার মানুষ। দেশটিতে এখন পর্যন্ত মোট ১ কোটি ৯১ লাখ ৬৪ হাজার ৯৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মোট মৃত মানুষের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৮৫৩।

উল্লেখ‌্য, সেরাম ইনস্টিটিউট ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর পুনেতে অবস্থিত। এটি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।