আন্তর্জাতিক

আফগানিস্তান থেকে সেনা প্রত‌্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র

আফগানিস্তানে মোতায়েন করা নিজ দেশের সেনাদের প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (১ মে) মার্কিন সেনারা আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান ছাড়তে শুরু করেছেন। এদিকে, মার্কিন সেনাদের ওপর যাতে তালেবান বা কোনো পক্ষ হামলা করতে না পারে, সে বিষয়ে সতর্ক অবস্থানে আছে আফগান নিরাপত্তা বাহিনী।

মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সেনা প্রত্যাহার প্রক্রিয়া আরও আগেই শুরু হয়েছে। ১ মে প্রত‌্যাহার শুরু করা তারই ধারাবাহিকতা। যুক্তরাষ্ট্র এই তারিখকে গুরুত্ব দিচ্ছে। কারণ, ২০২০ সালে তালেবানের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে সমঝোতা হয়েছিল।

এর আগে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বহুজাতিক বাহিনী ন্যাটো আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার শুরু করে।

ন‌্যাটো ও যুক্তরাষ্ট্রের সেনাদের সরিয়ে নেওয়ার মাধ‌্যমে  আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক উপস্থিতির অবসান ঘটতে যাচ্ছে। তবে, এতে আফগানিস্তানে তালেবানের তৎপরতা ও প্রভাব আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ অব্যাহত আছে। শুক্রবার আফগানিস্তানের লোগার প্রদেশে গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

তথ‌্যসূত্র: রয়টার্স ও আল জাজিরা