আন্তর্জাতিক

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে ঈদ

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার, ইয়েমেনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বৃহস্পতিবার (১৩ মে) পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।  

আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়, মহামারি করোনা সংক্রমণের কারণে স্থানীয় বিধিনিষেধ মেনে ঈদ জামাতে অংশ নিতে বলা হয় মুসল্লিদের। 

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো এবার ৩০ দিন রোজা পালন শেষে আজ ঈদুল ফিতর উদযাপন করছে। এছাড়া ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার বিভিন্ন দেশেও ঈদ উদযাপিত হচ্ছে। সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও চাঁদপুর, চট্টগ্রাম, মৌলভীবাজার, জামালপুরসহ আরও কয়েকটি জেলার বেশ কিছু উপজেলায় আজ ঈদ পালিত হচ্ছে।  

বুধবার (১২ মে) বাংলাদেশের কোথাও পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই এ বছর বাংলাদেশেও ৩০টি রোজা রাখা হচ্ছে। শাওয়াল মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে এবং ওই দিনই পবিত্র ঈদুল ফিতর পালিত হবে।