আন্তর্জাতিক

গাজায় হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা ইসরায়েলের

গাজায় হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে তিনি এই সংঘাত শুরুর জন্য গাজার শাসক গোষ্ঠী হামাসকে দায়ী করেছেন। 

শনিবার নেতানিয়াহু বলেছেন, ‘যে দলটি এই সংঘাত শুরুর জন্য দায়ী, তাতে আমরা নেই, এটা তারাই যারা আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমরা এখনও অভিযানের মাঝখানে আছি, এটি এখনও শেষ হয়নি এবং যতদিন প্রয়োজন ততদিন এই অভিযান চলবে।’

টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘বেসামরিক নাগরিকদের পেছনে লুকিয়ে যারা বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে ক্ষতি করে সেই হামাসের মতো যাতে না হয় সেজন্য আমরা সবকিছু করছি। যতদূর সম্ভব বেসামরিক নাগরিকদের ক্ষতি না করে সরাসরি সন্ত্রাসীদের ওপর হামলা চালাতে আমরা সবকিছু করছি।’

রোববার ভোরে গাজায় হামাস প্রধানের বাড়িতে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর জবাবে তেল আবিবের বাঁধগুলোতে রকেট হামলা চালিয়েছে হামাস।

গত সোমবার থেকে ইসরায়েল গাজায় হামলা চালিয়ে যাচ্ছে। সাত দিন ধরে চলা এই লড়াইয়ে এ পর্যন্ত প্রায় ২০০ ফিলিস্তিনি নিহত হয়েছে।