আন্তর্জাতিক

ইসরায়েলি হামলা বন্ধের দাবি জাতিসংঘ মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘ইসরায়েলে বাহিনী ও হামাসের মধ্যে গুলি বিনিময় অগ্রহণযোগ্য। এটি অবশ্যই দ্রুত বন্ধ করতে হবে।’ বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি করেছেন।

জাতিসংঘ মহাসচিব বলেছেন, ‘গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর অব্যাহত বিমান ও গোলন্দাজ হামলায় আমি অত্যন্ত মর্মাহত। হামলায় ৬০ শিশুসহ ২০৮ ফিলিস্তিনি নিহত হয়েছে।’ 

অবশ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় ২৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৬৫ শিশু রয়েছে।

গুতেরেস বলেছেন, ‘পৃথিবীতে কোনো নরক থাকলে সেটি হচ্ছে গাজার শিশুদের জীবনে।’

গাজায় ইসরায়েলি হামলায় বেশ কয়েকটি হাসপাতাল ও সংবাদমাধ্যমের অফিস ধ্বংসসহ সাংবাদিক নিহতের ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।