আন্তর্জাতিক

যুদ্ধবিরতি কার্যকরের পর আল-আকসায় ইসরায়েলি পুলিশের হামলা

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গনে হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। শুক্রবার জুমার নামাজের পর পুলিশ টিয়ার গ্যাসও নিক্ষেপ করেছে বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।

১১ দিন হামলার পর শুক্রবার প্রথম প্রহরের পর মিশরের মধ্যস্থতায় গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হয়। রাতেই যুদ্ধবিরতিকে বিজয় আখ্যা দিয়ে আনন্দ মিছিল করেছে গাজার বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার জুমার নামাজের পর অনেক মুসুল্লি যুদ্ধবিরতি উপলক্ষে আনন্দ মিছিল বের করতে জড়ো হয়েছিলেন। 

আল-জাজিরার প্রতিনিধি বলেছেন, ‘তারা (ফিলিস্তিনিরা) গান গাচ্ছিল ও স্লোগান দিচ্ছিল, এই সময় আঙ্গিনার পাশে ঘাঁটিতে থাকা ইসরায়েলি পুলিশ  এসে ছত্রভঙ্গ করে দেয়। তারা এ সময় স্টান গ্রেনেড, ধোঁয়া বোমা ও টিয়ার গ্যাস ব্যবহার করেছে। তারা জনসমাগম লক্ষ্য করে গুলিও ছুঁড়েছে।’