আন্তর্জাতিক

ভারতে ১ দিনে করোনায় আরও ৪১৯৪ জনের মৃত্যু

মহামারি করোনায় ভারতে একদিনে আরও চার হাজারের বেশি মানুষ মারা গেছেন। করোনা শনাক্ত হয়েছে আরও আড়াই লাখের বেশি মানুষের।

শনিবার (২২ মে) সকালে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ‌্য জানানো হয়েছে।  

ভারতের স্বাস্থ‌্য মন্ত্রণালয়ের দেওয়া তথ‌্য মতে, গত ৫ দিন ধরে করোনা শনাক্ত ৩ লাখের নিচে রয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৫৭ হাজার ২৯৯ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার ২৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এখন সক্রিয় রোগী ২৯ লাখ ২৩ হাজার ৪০০ জন।

দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ২ লাখ ৯৫ হাজার ৫০৮ জন। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৪ হাজার ১৯৪ জন। ভারতে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৩৬৫ জন।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুর দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত। যুক্তরাষ্ট্রের পর ভারতেই আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ৬২ হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩ হাজার ৪০৮ জন মারা গেছেন।

উল্লেখ‌্য, বাংলাদেশে এখন পর্যন্ত মহামারি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। আর মারা গেছেন ১২ হাজার ৩১০ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৩৯ জন।