আন্তর্জাতিক

মাস্ক না পরায় ব্রাজিলের প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বিরুদ্ধে স্বাস্থ্যবিধি না মানায় মামলা হয়েছে। এই মামলার শুনানির পর জরিমানাও গুনতে হবে তাকে। খবর আল জাজিরার।

মূলত গেল শুক্রবার (২১ মে) ব্রাজিলের মারানহাও রাজ্যে একটি সভা করেন বোলসোনারো। নিয়ম অনুযায়ী ১০০ জনের বেশি মানুষের সভা করা যাবে না। আর সভা করার সময় অবশ্যই মাস্ক পরতে হবে। কিন্তু বোলসোনারো একদিকে ১০০ জনের অধিক মানুষ নিয়ে সভা করেন এবং মাস্কও পরেননি। সে কারণে তার বিরুদ্ধে মারানহাও রাজ্যের স্বাস্থ্য বিভাগ মামলা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের গভর্নর ফ্লাভিও দিনো।

এক টুইট বার্তায় তিনি লিখেন, ‘আইন সবার জন্য সমান।’

তবে এই মামলার বিরুদ্ধে প্রেসিডেন্ট অফিস ১৫ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে। আপিলের পরই মূলত নির্ধারিত হবে বোলসোনারোকে ঠিক কি পরিমাণ জরিমানা করা হবে। অবশ্য এই বিষয়ে জানতে চাইলে প্রেসিডেন্টের অফিস থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ৪ লাখ ৪৬ হাজার মানুষের মৃত্যু হয়েছে। যা বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৯ লাখ মানুষ।