আন্তর্জাতিক

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ স্থলভাগের আরও কাছে

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘ইয়াস’। কয়েক ঘণ্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়বে ইয়াস। পারাদ্বীপ ও সাগরদ্বীপের মাঝে ওড়িশার বালেশ্বরের কাছে ধামরায় আঘাত আনতে পরে ঘূর্ণিঝড়টি। 

বুধবার (২৬ মে) ভারতের গণমাধ‌্যমে বলা হয়েছে, এই মুহূর্তে ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার পূর্ব, দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব, পশ্চিমবঙ্গের দিঘা থেকে ১৭০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্বে অবস্থান করছে ইয়াস। তার অভিমুখ রয়েছে ওড়িশার ভদ্রক জেলার ধামরা এবং বালেশ্বরের মধ্যবর্তী উপকূলভাগের দিকে। পশ্চিমবঙ্গের মধ্যে ঝড়ের মুখে সবচেয়ে বেশি পড়বে পূর্ব মেদিনীপুর। 

এদিকে, ঘূর্ণিঝড় ইয়াসের কারণে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের ২০ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াসের গতিবিধিতে নজর রাখছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝড় মোকাবিলায় তৎপর প্রশাসন। ঘূর্ণিঝড়ের জেরে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে, বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াস উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আজ দুপুর নাগাদ  উত্তর ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করতে পারে।