আন্তর্জাতিক

দুর্বল হচ্ছে ‘ইয়াস’

দুর্বল হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। এটি ‘অতিপ্রবল ঘূর্ণিঝড়’ থেকে দুর্বল হয়ে ‘প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে বুধবার এনডিটিভি অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ইয়াস বালাসোর থেকে ১৫ কিলোমিটার দূরে উত্তর ওড়িশা উপকূলে প্রবেশ করে। ধারণা করা হচ্ছে ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিমে সরে যাবে এবং আরও দুর্বল হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেবে।

এর আগে ভারতীয় আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানিয়েছিল, ঘণ্টায় ১৮৫ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে ইয়াস আঘাত হানতে পারে। তবে স্থানীয় সময় দুপুর ২টায় ঘূর্ণিঝড়টির তীব্রতা না বাড়ায় সংশোধিত পূর্বাভাসে জানানো হয়, বাতাসের গতিবেগ ঘণ্টায়  ১৩০ থেকে ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

মধ্যরাতের পর ঘূর্ণিঝড় ইয়াস ওড়িশার মায়ুরভাঞ্জ জেলা অতিক্রম করবে। ওই সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার থাকতে পারে। এর আগে এটি দুর্বল হয়ে ঝাড়খান্ডের দিকে যেতে পারে।