আন্তর্জাতিক

করোনার উৎস নিয়ে গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ করবেন বাইডেন

করোনাভাইরাসের উৎস নিয়ে মার্কিন গোয়েন্দাদের বিস্তারিত অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার তিনি এ ঘোষণা দিয়েছেন।

চীনের গবেষণাগার থেকে নাকি প্রাণী থেকে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হয়েছিল তা নিয়ে আগামী তিন মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে প্রতিবেদন দিতে বুধবার নির্দেশ দিয়েছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তিনি বলেছেন, ‘কোভিড-১৯ কোনো প্রাণীর শরীর থেকে মানুষে নাকি গবেষণাগারের দুর্ঘটনা থেকে ছড়িয়েছে তা নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো।’ এ কারণে করোনার উৎস অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্তের জন্য ওয়াশিংটন বেইজিংকে চাপ দিবে বলেও জানিয়েছেন বাইডেন।

বৃহস্পতিবার বাইডেন জানিয়েছেন, তিনি সম্ভবত করোনার উৎস নিয়ে গোয়েন্দাদের বিশদ অনুসন্ধান প্রতিবেদন প্রকাশ করবেন।