আন্তর্জাতিক

করোনায় কঙ্গোর ৩২ আইনপ্রণেতার মৃত্যু

করোনা মহামারিতে কঙ্গো প্রজাতন্ত্রের ৩২ জন আইনপ্রণেতার মৃত্যু হয়েছে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির নিম্মকক্ষের ভাইস প্রেসিডেন্ট এ তথ্য জানিয়েছেন।

জিন মার্ক কাবান্ড বলেছেন, ‘সর্বশেষ সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ২৪৮ এবং মৃত্যুর সংখ্যা ৭৮০, যার মধ্যে পার্লামেন্টের ৩২ জন সদস্য রয়েছেন।’

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পার্লামেন্টের ভেতরে মাস্ক পরা বাধ্যতামূলক হলেও আইনপ্রণেতারা অহরহ মাস্ক ছাড়াই জড়ো হন এবং স্পিকারে কথা বলেন।

গত বছরের ডিসেম্বরে প্রেসিডেন্ট ফেলিক্স টিশিসেকেদি ও তার পূর্বসূরী জোসেফ কাবিলার সমর্থক পার্লামেন্ট সদস্যদের মধ্যে চেয়ার ও বালতি ছোড়াছুঁড়ি হয়। এসময় ধস্তাধস্তির ঘটনাও ঘটে। সংঘাতের ওই সময় পার্লামেন্ট সদস্যদের মাস্ক ছিল তাদের থুতনির নিচে।