আন্তর্জাতিক

ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ফাইজারের টিকা মাত্র ৩২ শতাংশ কার্যকর

করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের (ডেল্টা ভ্যারিয়েন্ট) বিরুদ্ধে ফাইজারের টিকা অনেক কম কার্যকর। চিকিৎসা বিষয়ক সাময়িকী ল্যানসেটে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, যারা এক ডোজ টিকা নিয়েছেন এবং দ্বিতীয় ডোজ নেওয়ার সময়ের ফারাক অনেক বেশি তাদের দেহের অ্যান্টিবডি ডেল্টা ভ্যারিয়েন্ট প্রতিরোধে খুব কম কাজ করে।  ফাইজারের এক ডোজ টিকা করোনার আদি রূপের বিরুদ্ধে ৭৯ শতাংশ কার্যকর ছিল। তবে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই টিকা মাত্র ৩২ শতাংশ কাজ করে এবং আলফা (যুক্তরাজ্যের কেন্টে পাওয়া ভ্যারিয়েন্ট) ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৫০ শতাংশ কাজ করে। এছাড়া দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া বেটা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এটি মাত্র  ২৫ শতাংশ কার্যকর।

গবেষকরা জানিয়েছেন, টিকা সুরক্ষা যেন মানুষকে যতদূর সম্ভব হাসপাতাল থেকে দূরে থাকে তা নিশ্চিত করা সবচেয়ে গুরুত্বপূর্ণ।