আন্তর্জাতিক

শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দিলো চীন

তিন বছরের শিশুদের জন্য করোনার টিকার অনুমোদন দিয়েছে চীন। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক উৎপাদিত করোনাভ্যাক এই অনুমোদন পেয়েছে। রোববার সিনোভ্যাকের চেয়ারম্যান ইন উইডং এ তথ্য জানিয়েছেন।

চীনা সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসকে তিনি জানান, তিন বছরের শিশু থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীকে সিনোভ্যাকের টিকা দেওয়া যাবে।

ইন উইডং বলেন, ‘তবে টিকা যখন জরুরি ব্যবহারের জন্য দেওয়া শুরু হবে এবং কোন বয়সী গ্রুপ থেকে শুরু হবে সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।’

গত শুক্রবার চীনা সেন্ট্রাল টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, গবেষণা পর্যায়ের প্রথম ও দ্বিতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ করেছে সিনোভ্যাক। প্রাপ্তবয়স্কদের জন্য টিকা নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত হয়েছে ট্রায়ালে।

গত পহেলা জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-১৯ এর জন্য সিনোভ্যাকের টিকার অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ধারণা করা হচ্ছে এর ফলে চীনের টিকা রাজনীতি আরও শক্তিশালী হবে।